Slideshow

Sunday, July 17, 2011

কোন বুট” : যে কোনো কম্পিউটার এ লগিন করুন পাসওয়ার্ড ছাড়া

1310388679785 কোন বুট : যে কোনো কম্পিউটার এ লগিন করুন পাসওয়ার্ড ছাড়া
1307882747800 কোন বুট : যে কোনো কম্পিউটার এ লগিন করুন পাসওয়ার্ড ছাড়া
আমরা অনেক সময় নিজের বাসা ছাড়া অন্য কথাও যখন যাই কম্পিউটার নিয়ে ঝামেলায় পরে যাই ।দেখা যায় তখনি কোনো একটি পিসি তে বসা দরকার জরুরি কোনো কাজের জন্য ।কিংবা অফিসের কম্পিউটারএ যা করতে চাচ্ছি সেটা করা যাচ্ছে না এডমিন পাস না জানা থাকার কারণে ।অনেকের স্কুলের কম্পিউটারে অনেক সাইট দেখা যায় না বা বাসার কম্পিউটারেও নানা বাধা নিষেধ ।এই সব সমস্যার সমাধানের জন্য আজকে আমাদের জন্য উপহার “কোন বুট ” যা আপনাদের এই সমসার সহজ সমাধান দেবে ।আপনাকে এডমিন পাস ক্রেক করার দরকার নাই বা hack ও করার দরকার নাই।পরে যার কম্পিউটার ব্যবহার করলেন, সে ঘুনাক্ষরেও টের পাবে না কে তার কম্পিউটার ব্যবহার করেছে বা কি করেছে হাহাহাহ ।শুধু মাত্র আপনার কাজের শেষে পিসি রি-স্টার্ট দেবেন বাস সব ঝামেলা শেষ ।কোনো দাগ নেই আপনার সেই পিসি তে ,ধুয়া তুলসী পাতা !!! এমনকি অন্যদের মত নেট এ চাল্লু না হলেও হবে ।আমার মত নাদান কিসিম এর মানুষ ও পারবে এটা ব্যবহার করতে। .
সফটওয়ারটি বার্ন করুন কোনো সিডি তে অথবা ইউএস বি তে সেটাপ করুন এবং যে কম্পিউটারকে আপনার ভিকটিম বানাবেন সেখানে প্লাগিন করান ।কম্পিউটার এ “কোন বুট ” এর স্ক্রিন আসবে
1310388182570 কোন বুট : যে কোনো কম্পিউটার এ লগিন করুন পাসওয়ার্ড ছাড়া
এবং পিসি রি -স্টার্ট হবে এবং কোনো পাস ওয়ার্ড চাইবে না শান্ত সুবোধ কম্পিউটার ।আপনার কাজ আপনি করেন ,রি স্টার্ট দেন এবং টা টা বা বাই জানান কম্পিউটারকে । সেটা পূর্বের অবস্থায় ফিরে যাবে তার নিজস্য পাস ওয়ার্ড সহ ।

এই সফটওয়ার আমি এখনো ব্যবহার করি নাই ,এর ভালো মন্দের কোনো দায় দায়েত্ব আমার না ।ভাইরাস আছে কি নাই নিজ দায়িত্বে দেখে নেবেন ।

1307882745499 কোন বুট : যে কোনো কম্পিউটার এ লগিন করুন পাসওয়ার্ড ছাড়া

LINK 1
LINK 2

0 comments:

Post a Comment

 

About Me

My Blog List

Term of Use